শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে কাংশা বাজারের কাছে একটি ধান খেতে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা বাজারের গোলাম মোস্তফার ছেলে, নিহত মো. ইমাম হোসেন (৪৬) এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে আটক চার-পাঁচজনকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাংশা বাজারের ইমাম হোসেনের সঙ্গে জমি নিয়ে একই এলাকার জব্বার, সুমন, রাজ্জাকসহ কয়েকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইমাম হোসেন কাংশা বাজারে এলে প্রতিপক্ষের ১০-১২ জন ব্যক্তি তাঁকে ধাওয়া করেন। নিহত ইমাম বাজারের অদূরে একটি ধানখেত দিয়ে পালানোর চেষ্টা করলে প্রতিপক্ষের ওই লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই তাঁরা সেখান থেকে পালিয়ে যান। সংবাদ পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ইমাম হোসেনের লাশ উদ্ধার করেন। ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া জানান এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ